Facebook Twitter LinkedIn google plusone

Advertisement

CPI y/y

এটা কি – বিভিন্ন পণ্য এবং সেবার গড় মূল্য স্যাম্পল করা হয় এবং গত বছরের স্যাম্পলের সাথে তুলনা করা হয়।
ট্রেডারদের জন্য কি – কঞ্জুমার প্রাইস সর্বসমেত ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতির কারন। মুদ্রাস্ফীতি কারেন্সি ভ্যালুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ কারন বাড়তি প্রাইসের কারন সেন্ট্রাল ব্যাংক ইন্টেরেস্ট রেট বাড়ায় মুদ্রাস্ফীতি দমন করার জন্য।

নোট – এটা ইউকে’র সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফ্লেশন ডাটা কারন এটা সেন্ট্রাল ব্যাংকের ইনফ্লেশন টার্গেট হিসেবে ব্যাবহার করা হয়।

মানদণ্ড – ভোক্তাকতৃক ক্রয়কৃত পণ্য ও সেবা ক্রয়ের মূল্যে পরিবর্তন

প্রভাব – আসল > পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো

রিলিজ হয় – তিনমাস পরপর, মাস শেষের ১৬ দিন পরে

অন্য নাম – কঞ্জুমার প্রাইস ইনডেক্স (সিপিআই)

সোর্স অফিস অফ ন্যাশনাল স্ট্যাস্টিকস (সর্বশেষ রিলিজ)


Contact Us

Name

Email *

Message *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ Pipcommunity - Economic Indicator। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up