ট্রেডারদের জন্য কি – যদিও এটাকে ল্যাগিং ইনডিকেটর হিসেবে ধরা হয়, বেকারদের সংখ্যা সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনডিকেটর কারন কঞ্জুমার স্পেন্ডিং শ্রম-বাজারের সাথে পরস্পর সম্পৃক্ত। যারা দেশের মনেটারি পলিসির দায়িত্তে রয়েছে বেকারত্ব তাদেরও চিন্তার বিষয়।
নোট – এটা দেশের সবচেয়ে আগের ডাটা। সপ্তাহে সপ্তাহে মার্কেটে ওঠানামা করতে থাকে – কিন্তু বেশী ফোকাস থাকে রিলিজের দিকে যখন ট্রেডাররা সাম্প্রতিক ডেভেলপমেন্ট নিয়ে নাড়াচাড়া করে, অথবা যখন ডাটা চরম পর্যায়ে আসে।
মানদণ্ড – বিগত সপ্তাহে প্রথমবারের মতো কতজন আনএমপ্লয়মেন্ট বীমার আবেদন করেছে তাদের সংখ্যা।
প্রভাব – আসল < পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো
রিলিজ হয় – সাপ্তাহিক, সপ্তাহ শেষের প্রায় ৫ দিন পরে।
অন্য নাম – জবলেস ক্লেইমস, ইনিশিয়াল ক্লেইমস
সোর্স – ডিপার্টমেন্ট অফ লেবর (সর্বশেষ রিলিজ)
নোট – এটা দেশের সবচেয়ে আগের ডাটা। সপ্তাহে সপ্তাহে মার্কেটে ওঠানামা করতে থাকে – কিন্তু বেশী ফোকাস থাকে রিলিজের দিকে যখন ট্রেডাররা সাম্প্রতিক ডেভেলপমেন্ট নিয়ে নাড়াচাড়া করে, অথবা যখন ডাটা চরম পর্যায়ে আসে।
মানদণ্ড – বিগত সপ্তাহে প্রথমবারের মতো কতজন আনএমপ্লয়মেন্ট বীমার আবেদন করেছে তাদের সংখ্যা।
প্রভাব – আসল < পূর্বানুমান = কারেন্সির জন্য ভালো
রিলিজ হয় – সাপ্তাহিক, সপ্তাহ শেষের প্রায় ৫ দিন পরে।
অন্য নাম – জবলেস ক্লেইমস, ইনিশিয়াল ক্লেইমস
সোর্স – ডিপার্টমেন্ট অফ লেবর (সর্বশেষ রিলিজ)