ট্রেডারদের জন্য কি – ইসিবি বিনিয়োগকারীদের সাথে মনেটারি পলিসি (মুদ্রানীতি) সম্পর্কে জ্ঞাপন করার এটি একটি প্রধান ট্যুল। এখানে যেসব বিষয় ইন্টেরেস্ট রেট ডিসিশনের ওপর প্রভাব ফেলেছে যেমন অর্থনৈতিক আউটলুক এবং মুদ্রাস্ফীতি সেসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভবিষ্যৎে মনেটারি পলিসি সম্পর্কে সিদ্ধান্ত আসতে পারে সেসম্পর্কে ইঙ্গিত করা হয়।
নোট – প্রেস কনফারেন্স ২ ভাগে বিভক্ত – প্রথমে একটি প্রস্তুতকৃত স্টেটমেন্ট পড়া হবে, তারপর কনফারেন্সে প্রশ্নোত্তর পড়বো। প্রশ্নগুলো প্রায়ই অলিখিত উত্তরের সম্মুখীন হয় যা মার্কেটে প্রচুর ভলাটিলিটি তৈরি করে। প্রেস কনফারেন্সটি ইসিবির ওয়েবসাইটে রিয়েল-টাইম হতে একটি বিলম্বে ওয়েবকাস্ট করা হয়।
বক্তা – ইসিবি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট
প্রভাব – প্রত্যাশার চেয়ে বেশী হকিশ = কারেন্সির জন্য ভালো
রিলিজ হয় – বছরে ৮ বার, মিনিমাম বিড রেট রিলিজ হওয়ার প্রায় ৪৫ মিনিট পরে।
সোর্স – ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (সর্বশেষ রিলিজ)
নোট – প্রেস কনফারেন্স ২ ভাগে বিভক্ত – প্রথমে একটি প্রস্তুতকৃত স্টেটমেন্ট পড়া হবে, তারপর কনফারেন্সে প্রশ্নোত্তর পড়বো। প্রশ্নগুলো প্রায়ই অলিখিত উত্তরের সম্মুখীন হয় যা মার্কেটে প্রচুর ভলাটিলিটি তৈরি করে। প্রেস কনফারেন্সটি ইসিবির ওয়েবসাইটে রিয়েল-টাইম হতে একটি বিলম্বে ওয়েবকাস্ট করা হয়।
বক্তা – ইসিবি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট
প্রভাব – প্রত্যাশার চেয়ে বেশী হকিশ = কারেন্সির জন্য ভালো
রিলিজ হয় – বছরে ৮ বার, মিনিমাম বিড রেট রিলিজ হওয়ার প্রায় ৪৫ মিনিট পরে।
সোর্স – ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (সর্বশেষ রিলিজ)